প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৩, ২০২১ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)২৩ অক্টোবরঃ
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইসলাম পিংকি (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল মিলের সামনে।
হাইওয়ে পুলিশের ওসি মো ঃ মশিউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা রাতে নিহত ফারজানা ইসলাম পিংকি ভাড়ায় মোটরসাইকেল যোগে গাজীপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। সন্ধ্যা ৭ টার দিকে মহাসড়কের ভালুকা উপজেলার কাঠালী রাসেল মিলের সামনে আসলে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে যান পিংকি। এ সময় অপর একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। ফেইসবুকে ছবি দেখে রাত ১০টার দিকে নিহতের বাবা ময়মনসিংহ দিঘারকান্দার বাসিন্দা আব্দুস ছাত্তার তার মেয়েকে সনাক্ত করে লাশ নিয়ে যান। নিহতের সাথে অর্থ মন্ত্রনালয়ের ইন্টারভিউ কার্ড ও বিয়ের কাবিন নামা পাওয়া গেছে। তাতে তার স্বামী সুলতান আহাম্মেদ ১৮/১ অমুত বাবু রোড কোতুয়ালী থানা ময়মনসিংহ। নিহত ফারজানা ইসলাম পিংকি ময়মনসিংহ ল কলেজের শিক্ষার্থী।