প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২১, ২০২১ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),২১ অক্টোবরঃ
পুজামন্ডবে কোরআন রাখার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। তাছাড়া হিন্দু, বৌদ্ধ, খীস্টান ঐক্য পরিষদেও উদ্যোগেও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মনিরা সুলতানা   মনি  এমপি, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঐক্য পরিষদের সভাপতি অজিত বণিক, পুজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী প্রমুখ। বক্তারা পুজামান্ডবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সবোর্চ্চ শাস্তির দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com