প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৩০, ২০২৩ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিরা হলেন- গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি , আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল, গফরগাঁও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হক, গফরগাঁও উপজেলা গণফ্রন্টের আহ্বায়ক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ দ্বীন ইসলাম ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন খান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com