প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৩০, ২০২৩ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ-১১, ভালুকা আসন থেকে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহম্মেদের কাছে সাতজনসহ মোট আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আ’লীগের (নৌকা) মনোনয়নপ্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বুধবার মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া জাপা, তৃণমূল বিএনপি ও তরিকত ফেডারেশনের একজন করে এবং আ’লীগের তিনজন স্বতন্ত্র পার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখলকারীরা হলেন, আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (আ’লীগ), মোঃ হাফিজ উদ্দিন (জাপা), এবিএম জিয়া উদ্দিন বাসার (সুপ্রীমপার্টি) মোঃ নাসির উদ্দিন (তৃণমূল বিএনপি), মোঃ কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন), জেলা আ’লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ (সতন্ত্র), উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (স্বতন্ত্র) ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান (স্বতন্ত্র)।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com