প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২২, ২০২১ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ

মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত   ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈলর কালির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ভ্যানচালক সৈয়দ আলী (৪৮) ও ভ্যানের যাত্রী আতিকুল। নিহত সৈয়দ আলী ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের মৃত আবদুল গণির ছেলে। নিহত আতিকুল কাঁচামাল ব্যবসায়ী। তাঁর বাড়ি একই উপজেলার বনগ্রামে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, গভীর রাতে বৈলর কালির বাজার এলাকায়  প্রাইভেটকারটি পেছন থেকে ব্যাটারিচালিত চলন্ত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক সৈয়দ আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানের যাত্রী আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে প্রাইভেটকার চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com