প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৪, ২০২৩ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছেন। গফরগাঁওও কোনো ভাবে পিছিয়ে নেই। আমার নির্বাচনী এলাকা গফরগাঁওয়ের সব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে। এত উন্নয়ন গফরগাঁওবাসী আর কখনো দেখেনি। শেখ
হাসিনার জন্যই গ্রামে বসেও মানুষ আজ শহরের সুবিধা ভোগ করছেন। তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বারবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি এ কথা বলেন।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নারী ও পুরুষ ভোটারদের উজ্জীবিত করতে উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় উঠান বৈঠক এবং সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করার উদ্যোগ গ্রহণ করেন।