প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২৩ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- ছয়বাড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৬) ও মৃত জামাল উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪৯), নান্দাইল উপজেলায় বালিয়াপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ারে ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৪) এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আসামি উপজেলার রৌহা মধ্যপাড়া গ্রামের মৃত রোসমত আলীর ছেলে আঃ জলিল (৩২)।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, আগের মামলায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।