প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২৩ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলমসহ ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০০ নেতাকর্মীর নামে পৃথক দু’টি মামলা হয়েছে।
গত রোববার (২৯ অক্টোবর) বিএনপি আহুত হরতালের দিনে উপজেলার ভরাডোবা এবং জামিরদিয়া এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে পেট্রোল বোমা বিষ্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি, গাড়ি ভাংচুর, পুলিশি কাজে বাঁধা ও পুলিশ আহত করার অভিযোগে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশের এসআই মাইনকুল ইসলাম ও এসআই মো. ছামিউল হক বাদি হয়ে গত রোববার (২৯ অক্টোবর) রাতে মামলা দু’টি করেন। ভরাডোবা এলাকার মামলায় উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামীয় ৩০০ জনকে আসামী করা হয়েছে। জামিরদিয়া এলাকার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক মো. সালাউদ্দিনসহ ২৬ নাম উল্লেখ এবং অজ্ঞাতনামীয় আরো ৩০০ জনকে আসামী করা হয়েছে। এদিকে, পুলিশ ওই দুই মামলার এজাহারভূক্ত আসামী মো. ওয়াসিম আকরাম, মো. কামাল হোসেন, মো. নজরুল ইসলাম ও গোলাম মাওলা নামে চারজনকে গ্রেফতার করে গতকাল সোমবার (৩০ অক্টোবর) আদালতে প্রেরণ করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেফতারকৃদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com