প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৬, ২০২১ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ৬ সেপ্টেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত প্রাইভেটকার চাপায় আব্দুল আলী ব্যাপারী (৩৭) নামে স্বর্ণের দোকানের ছাই ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায়। নিহত আব্দুল আলী ব্যাপারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওরা ইউনিয়নের হারিয়া গ্রামের সুরত আলী বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল আলী ব্যাপারী প্রায়ই স্বর্ণের দোকানের ছাই কেনার জন্য সিডষ্টোর বাজারের স্বর্ণকারদের দোকানে আসে। সোমবার সকালে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ গামী অজ্ঞাত প্রাইভেটকার আব্দুল আলী ব্যাপারীকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় স্বর্ণ ব্যাবসায়ী সুমন কর্মকার। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।