প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৬, ২০২১ সময়ঃ ৪:২৮ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখে ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার ২য় ডোজের মর্ডানা টিকা প্রদান করা হবে। গত আগস্ট মাসের ৭,৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ের গণটিকা কার্যক্রমে যারা মর্ডানা টিকার ১ম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে ২য় ডোজের টিকা নিতে পারবেন। প্রত্যেক টিকা গ্রহিতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই।
এবারও ৩৩ টি ওয়ার্ডের পূর্বের ৩৩ টি কেন্দ্রের ৬৬ টি বুথে টিকা প্রদান করা হবে। ১৩২ জন টিকাদানকারী, ১৯৮ জন স্বেচ্ছাসেবক, ৩৩জন পোর্টার ও ৩৩ জন সুপারভাইজার এ টিকা কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। এ কাজের সফলতায় সকলের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
করোনা প্রতিরোধে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ওয়ার্ড পর্যায়ে গণটিকার ২য় ডোজের মর্ডানা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রোববার রাত ৮ টায় অনলাইন প্লাটফরমে আয়োজিত এক সভায় এ আহবান করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা আছেন তাদের অনেকে ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। আমাদের সর্বত্মক চেষ্টা চালাতে হবে যেন কেউ ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হন।
মেয়র আরো বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো নগরবাসীকে ভালো রাখা। তাই মাইকিং, মসজিদে প্রচার, ক্যাবল চ্যানেল সহ সম্ভাব্য সকল মাধ্যমে আমাদের প্রচার করতে হবে যাতে গতমাসে ওয়ার্ডে যারা টিকা নিয়েছেন তাদের সকলের কাছে পৌঁছানো যায়।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র এবং কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মমর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহামান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মমর্তা দীপক মজুমদার, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।