প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩১, ২০২১ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ

 দিগন্তবার্তা  ডেক্স, ৩১ আগস্টঃ

ময়মনসিংহের ভালুকায় এলাকাবাসির বাঁধারমুখে খোলা তার দিয়ে দিয়ে আবাসিক এলাকায় বিদ্যুৎসংযোগ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার কাশর গ্রামে অবস্থিত রটেক্স ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহমেদ তাসফিকের বিরুদ্ধে কভারবিহিন খোলা তার দিয়ে ৩৩ কেভিএর ক্ষমতা সম্পন্ন এক কিলোমিটার অধিক বিদ্যুৎ লাইন নেয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে অনেকটা লাইনও টানা হয়েছে। সংযোগ লাইনটি কাশর গ্রামে অবস্থিত ভূইয়া পেপার মিল থেকে নেয়ার পাঁয়তারা করা হচ্ছে। এতে ওই এলাকার জনসাধারণের বড় বড় গাছপালা, প্রায় শতাধিক বসতবাড়ি ও নিমার্ণাধিন ভবনের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো: রিপন সরকার, নাঈম সরকার, আক্তার হোসেন, আব্দুস সামাদ ও মোস্তফা কামালসহ একাধিক ব্যক্তি জানান, ৩০ আগস্ট সোমববার দুপুরে স্থানীয় রাইমার কেমিক্যাল ফ্যাক্টরীর সামনে রটেক্স ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহমেদ তাসফিককে কভার তারে সংযোগ লাইনটি নেয়ার অনুরোধ জানালে, আমাদেরকে মিথ্যা মামলাসহ খুন যখমের হুমকী প্রধান করা হয়। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দােেয়ের করেন।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহমেদ তাসফিক হুমকীর বিষয়টি অস্বীকার করে বলেন, আমিতো ওইদিন এলাকাতেই যায়নি বা আমি স্থানীয়দের সাথে কোন কথাও বলিনি। এ ব্যাপারে আরইবির লোকজনই ভালো বলতে পারবেন।
ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শণ করে কোম্পানীর লোকদের বলা হয়েছে, এলাকাবাসির নিরাপত্তার সার্থে কর্তীপক্ষের সাথে কথা বলে যেনো কভার তার দিয়ে সংযোগ নেয়ার ব্যবস্থা করা হয়।
ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এজিএম ( প্রকৌশলী) সফিকুুুল ইসলামের মোবাইল নম্বরে বার বার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com